বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি

প্রকাশিত: রবিবার, আগস্ট ১৭, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট সাত দিনব্যপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৮ আগস্ট সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

১৯ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর সম্মেলনকক্ষে ‘মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট সকাল ১০টায় বিএফডিসি ঘাটে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

২১ আগস্ট সকাল ১০টায় আড়ংঘাটা চিংড়ি ক্লাস্টারে পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। ২২ আগস্ট সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

২৩ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার) অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সমাপনী অনুষ্ঠিত হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন