রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ, বাণিজ্য, দুর্নীতি থাকবে না। সব মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। গত ১৫ বছর জনগণের অধিকার দেওয়া হয়নি জামায়াত ক্ষমতায় গেলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন সহ ঘুষ-দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার খুলনা মহানগরী খালিশপুর থানার ১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বঙ্গবাসী স্কুল মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
১০ নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বিপ্লব হোসেন (বাবু) পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিশপুর থানা আমীর অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। এ সময় জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল জলিল হিমেল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, হামিদুল ইসলাম, খালিশপুর থানা ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেন জিহাদ, আবু হানিফ, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।