মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খুলনায় অবৈধভাবে বিদেশি সিগারেট বিক্রয়ের অপরাধে নগদ দশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: সোমবার, জানুয়ারী ৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ সোমবার খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এর নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এস. এম. মুনিম লিংকন তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা থানার আওতাধীন নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী।

এসময় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ১০ ধারার বিধান লঙ্ঘন করে এক দোকানি প্যাকেটে স্বাস্থ্য সতর্ক ব্যাতিত অবৈধভাবে বিদেশি সিগারেটে বিক্রয় করছিল যা, ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে এবং উক্ত অপরাধে নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয় ও অবৈধ সিগারেট জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশের সোনাডাঙ্গা থানার চৌকশ সদস্যগন ও এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা, কাজী মোহাম্মদ হাসিবুল হক।

‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন