সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পিএইচডি গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা পর্যবেক্ষণ করলেন উপাচার্য

প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র সরকারের পিএইচডি গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা পর্যবেক্ষণ করলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

১১ ডিসেম্বর (রবিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গবেষণার চূড়ান্ত ফলাফল পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন গবেষক নিজেই। তিনি দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষে নাইট্রোজেন ব্যবস্থাপনা এবং লবণাক্ততার প্রভাব এর উপর এই গবেষণা করেন। তার গবেষণার শিরোনাম হচ্ছে ‘নাইট্রোজেন ম্যানেজমেন্ট অব সানফ্লাওয়ার ইন ওয়েট এন্ড স্যালাইন সয়েল অব সাউথ ওয়েস্টার্ন কোস্টাল রিজিওন অব বাংলাদেশ’।
এই উপস্থাপনা অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, তিনজন বিশেষজ্ঞ সদস্য যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর প্রফেসর ড. মো. আব্দুল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং পশ্চিমবঙ্গের কল্যাণীস্থ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. কৌশিক ব্রহ্মচারী ছাড়াও সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. বকতিয়ার হোসেন সশরীরে উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উপস্থাপনা অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, পিএইচডি গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. মো. এনামুল কবীর, কো-সুপারভাইজার প্রফেসর ড. মো. ইয়াছিন আলী ও অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচার্ড ডব্লিউ বেল, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এই গবেষণাকর্মটি সম্পাদিত হচ্ছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন