খুবিতে নির্মাণাধীন ভবনসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
বৃহস্পতিবার, জানুয়ারী ৫, ২০২৩
প্রিন্ট করুন
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা ০৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
সভায় অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম, টিএসসি ও অডিটরিয়াম, আইইআর, সেন্ট্রাল ল্যাবরেটরি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং সীমানা প্রাচীর নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় নির্মাণকাজ পর্যবেক্ষণ কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন এবং সদস্য প্রফেসর ড. লস্কার এরশাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান।