সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুকৃবি ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (PhD) এবং Special Recognition এওয়ার্ড

প্রকাশিত: শনিবার, এপ্রিল ১, ২০২৩

স্টাফ রিপোর্টার: খুকৃবি ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (PhD) এবং Special Recognition এওয়ার্ড।
Global Human Rights Council for Peace and Sustainable Development, USA এর উদ্যোগে Indo Global Summit Awards প্রদান অনুষ্ঠানটি গত ২৬ মার্চ ২০২৩ মালয়েশিয়া, কুয়ালালামপুরস্থ বুকিট বিংটান-এ হোটেল সুইস গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. মুজলে মালিক। তাঁর হাত থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (PhD) এবং Special Recognition এওয়ার্ড গ্রহণ করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর  সারোয়ার আকরাম আজিজ।  এ সময় অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানকারী The Thames International University, France এর মাননীয় উপাচার্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন