বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খানের স্ত্রী শায়লা শারমিন গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।