সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ০১) এমএ সাদ্দাম হোসেন(৩১), পিতা-মুন্সী আমিনুজ্জামান, সাং-নিরালা আবাসিক এলাকা, থানা-খুলনা; ০২) ইয়ারুল ইসলাম চৌধুরী@পিল্টু(৪৫), পিতা-কামরুল হক চৌধুরী, সাং-ছোট বয়রা মার্কেট রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ০৩) মোঃ নজরুল ইসলাম(৪০), পিতা-মৃত: শেখ মমতাজ আলী, সাং-গাইকুড় উত্তরপাড়া, থানা-আড়ংঘাটা এবং ৪) মোঃ সেলিম শেখ(৩৫), পিতা-মোঃ মুনসুর শেখ, সাং-দেয়ানা মধ্যপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।