সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কেএমপি’র পুলিশ কমিশনারের সাথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র পুলিশ কমিশনারের সাথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি রবিবার বিকালে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবার সাথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন এবং তাঁর সহধর্মিণী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা ও তাদের বড় ছেলে ফাসাহাত লাবীব; ছোট ছেলে ফায়বীর লাবীব এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দেবেশ দাস সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র পুলিশ কমিশনার তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং সৌজন্য উপহার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন