মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, আগস্ট ১৯, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু’দিন ব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মেহেদী ইসলাম, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিলয় মিত্র, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন, সেকশন অফিসার (গ্রেড-১) এসএম সোহায়েব হোসেন, সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।