মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, আগস্ট ১৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।