সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৬, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি’র নিজস্ব অর্থায়নে পূর্ব রূপসায় মাঝি ও শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া সকালে আইচগাতি ঘাট এলাকায় রূপসার জেলখানাঘাট মাঝি, লেগুনা, সিএনজি, ইজিবাইক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি।
অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. হারুন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।
বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, মো. ফরিদ শেখ, মনিরুজ্জামান পিলু, ইউপি সদস্য মাসুম সরদার, রিনা পারভিন, ওসিকুর রহমান, হায়দার আলী খান, সামছুল আলম বাবু, আবদুল্লাহ আল মামুন, কবির শেখ, জব্বার হাওলাদার, বাবুল হাওলাদার, মো. ইসহাক শেখ, রেজা বেপারি, সাদাত বেপারি, আব্দুল হালিম, হারেজ হাওলাদার, খোকন শেখ, জলিল শেখ, ছাত্রলীগের শেখ রিয়াজ , রাসেল শেখ, নোমান সৈকত, শাওন শেখ, নাজমুল, ফয়সাল, মনা, আবুল হাসান হাওলাদারসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।