মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

“উষ্ণতায় বাঁচুক প্রত্যেকটি প্রাণ” শ্লোগানে ক্লিন আপ-এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা দাকোপ,কয়রাসহ বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে “উষ্ণতায় বাঁচুক প্রত্যেকটি প্রাণ” এই মানবিক শ্লোগানে খুলনা নগরের ২২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ইয়ুথ ক্লাইমেট একশন ।

উক্ত ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের কারণে দাকোপসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসা বহু মানুষ বর্তমানে বসবাস করছেন। এসব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন আপ-এর প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন ক্লিন আপ খুলনার ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ রণজিৎ কুণ্ডু, হালিমাতুস সাদিয়া, স্বপ্না আক্তার, খাদিজা আক্তার, মোঃ রফিকুল ইসলাম ও প্রান্ত মন্ডল।

এ সময় শীতবস্ত্র গ্রহণকারী এক ভুক্তভোগী সিদ্ধার্থ মানুষ জানান, “আমরা বিভিন্ন উপজেলা থেকে জলবায়ু পরিবর্তনের কারণে এখানে এসে বসবাস করছি। এখানে ভোটার না হওয়ার কারণে অনেক সময় এলাকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকি। কোনো রকম সরকারি বা বেসরকারি সহায়তা নিয়মিত পাই না। এই ধরনের উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

ক্লিন আপ কর্তৃপক্ষ জানায়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কর্মসূচির অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন