সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা সহযোগিতার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্যাপক গবেষণা সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ।

তিনি বলেন, শিক্ষা বাণিজ্যিকীকরণের বিষয়টি মাথায় রেখেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে বৃত্তি প্রদানের ক্ষেত্রে ৫০ ভাগ অতি দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীর জন্য অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপ: সাউথ এশিয়া ডিপ ডায়ালগ’ শীর্ষক প্যানেল সদস্যের বক্তব্যে তিনি মঙ্গলবার এ আহ্বান জানান।
সম্মেলনে ‘দি বাংলাদেশ-ইউকে হায়ার এডুকেশন পার্টনারশিপ: ফিউচার প্রসপেক্টস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রবন্ধে তিনি উচ্চশিক্ষায় অংশীদারিত্বের ক্ষেত্রে গণমানুষের আশা-আকাঙক্ষা প্রতিফলন ঘটানো জরুরি বলে জানান।

বিশিষ্ট এ সমাজবিজ্ঞানী আরও বলেন, অবাধ তথ্য প্রবাহ ও মুক্তবাজার অর্থনীতির এ যুগে পশ্চিমা ধারণার সঙ্গে প্রাচ্যের উচ্চশিক্ষাই শুধু নয়, বরং সকল বিষয়েই অংশীদারিত্বের ক্ষেত্রে পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বিকাশ ও বিস্তৃতি জরুরি।

উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজের নেতৃত্বে ১৭-সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের (০৯-১১ ডিসেম্বর ২০২৪) ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স ২০২৪’এ অংশগ্রহণের জন্য কলম্বোতে অবস্থান করছে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, বিএসি’র সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর, ইউজিসি পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া, ড. এ কে এম শামসুল আরেফিন, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ড. দূর্গা রানী সরকার, মোছাঃ জেসমিন পারভীন, বিএসি’র উপপরিচালক ড. ফারজানা শারমিন, বিশ্বব্যাংকের এটিএম আসাদুজ্জামান ও মোঃ মাহমুদুল হক এবং ব্রিটিশ কাউন্সিল এর তৌফিক হাসান প্রমুখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন