শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
প্রকাশিত: রবিবার, মার্চ ২৩, ২০২৫
নাগরিক সংবাদ ডেস্কঃ কোনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। এ বিধান করে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ মার্চ) খসড়াটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিদ্যমান আমানত সুরক্ষা আইনে কোনও ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত দেয়ার বিধান রয়েছে। গত আওয়ামী লীগ সরকারের সময় এটি সংশোধন করে ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেয়ার বিধান করার উদ্যোগ নিলেও তখন তা করা হয়নি।