সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আমন মৌসুমে খুলনা জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গুটেস্টের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বর্ষাকলে সাপে কামড়ানোর প্রকোপ বৃদ্ধি পায়। সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে খুলনা জেলার উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিমান এন্টিভেনম মজুদ আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, সেপ্টেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ১৭৩টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশ ৩৭৮টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসন্ন দুর্গাপূজার সময় জেলার পূজামন্ডপসমূহের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার তিনশত সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, জেলায় রোপা আমনের ফসল কাটা শুরু হয়েছে। আমন ফসল ওঠার পরে এসব জমিতে সরিষা আবাদের জন্য জেলার ১৩ হাজার ছয়শত জন কৃষকের প্রতিজনকে কৃষি প্রণোদনার অংশ হিসেবে একবিঘা জমিতে সরিষা আবাদে প্রয়োজনীয় বীজ-সার বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া গম, ভূট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৩১ হাজার ২০জন কৃষককে মোট চার কোটি ৫৬ লাখ ৫৭ হাজার চারশত টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।

জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস সভায় জানান, জেলায় ধান-চালের মজুদ সন্তোষজনক। আমন মৌসুমে জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন