বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস খুলনা রেঞ্জ ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার উদ্যোগে পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এদিন সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী ও পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান।
সকাল ১১.৩০ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গভীর শোক শ্রদ্ধা ও ভালোবাসায় সমগ্র জাতি রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে জাতির জনক ও তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে। সরকারী ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় পালন হয় জতীয় শোক দিবস । তিনি আরও বলেন, আসুন আমরা শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
সভায় সভাপতিত্ব করেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান। আলোচনা অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
এ দিন যোহরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হয়। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী ও পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান সহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী এ মোনাজাতে অংশগ্রহন করেন।