সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা- সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মালম্বীদের নিরাপদ আশ্রয়স্থল। অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষতা স্থাপন করেছে। যে কারণে সব ধর্মের মানুষ শান্তির সঙ্গে সমভাবে ধর্ম পালন করতে পারছে। হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মানুষ। একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মলম্বীরা নিরাপদে,নির্ভিঘ্নে উৎসবমূখর পরিবেশে তারা তাদের পূজা ও অন্যান‍্য উৎসব গুলো পালন করতে পারে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী যিনি সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দিয়ে তাদের শান্তিতে রাখার জন্য সব কিছু করেছেন। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যাতে বেহাত না হয় সে ব্যবস্থা করেছেন তিনি।

ধর্ম কখনোই মানুষের মাঝে বিভাজন করে না। কোন ধর্মের মানুষই কারও জন্য ক্ষতিকর নয়। কিছু দুষ্কৃতকারী ধর্মকে ব্যবহার করে মাঝে মধ‍্যে বিশৃঙ্খলা তৈরি করে।

এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সুন্দর পরিবেশে বাংলাদেশে বসবাস করছি আমরা।

সনাতন ধর্মলম্বীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আপনাদেরকে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রুবার (২০ অক্টোবর) সকাল ১১টায় রূপসা উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে দূর্গাপূজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল ও এমপির ব‍্যক্তিগত তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আনিচুর রহমান, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সদস‍্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

পূজা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল সেন এর সঞ্চালনায় ইউপি চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,কামাল হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, স ম জাহাঙ্গীর, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক‍্য পরিষদের সভাপতি গণেশ চন্দ‍্র পাল, উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজীব দাস, কৃষলীগের সাধারণ সম্পাদক মিয়া আরমান হোসেন,মনিরুজ্জামান পিলু, শেখ আসাদুজ্জামান, মাধুরী সরকার, সিদ্দীক চৌধুরী, হারুন মোল্লা, নুর ইসলাম সরদার, আজমল ফকির, নাজির হোসেন,যুবলীগের আশিষ রায়, সুব্রত বাগচী,সামসুল আলম বাবু, মো: মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, ইমন গাজী, মহিউদ্দিন মানিক, এহতেশামুল হক অপু, ছাত্রলীগের শেখ রাসেল, নোমান সৈকত, জুয়েল সরদার, সাইফুল ইসলাম, ইরান মোল্লা, সজল বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ৭৫টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে নগত অর্থ প্রদান করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন