মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অবশেষে ২০ বছর পর আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: শুক্রবার, জানুয়ারী ৬, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর অবশেষে ২০ বছর পর আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। জেলা যুবলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় শীর্ষপদ প্রত্যাশী ও তাদের অনুসারিদের মধ্যে ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্যতা। বেড়েছে দলীয় কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতি।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক জেলা যুবলীগের সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

২০২২ সালে জানুয়ারি মাসে কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়। সর্বশেষ ২০২১ সালের ১ এপ্রিল বিশেষ সাধারণ সভায় ২০২২ সালের ২২ জানুয়ারি সম্মেলনের ঘোষণা করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ভালো না থাকায় সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। সম্মেলনকে ঘিরে জেলায় সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জন জীবন বৃত্তান্ত জমা দেন।

খুলনা জেলা যুবলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দেওয়া ছয়জন হলেন অজিত বিশ্বাস, সরদার জাকির হোসেন, জসিম উদ্দিন বাবু, আরাফাত হোসেন পল্টু, চৌধুরী রায়হান ফরিদ ও হাদীউজ্জামান হাদী।

এছাড়া জেলায় সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেওয়া ১১ জন হচ্ছেন এবিএম কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ মুশফিকুর রহমান সাগর, তসলিম হুসাইন তাজ, দেব দুলাল বাড়ই বাপ্পী, মোঃ আবু সাঈদুজ্জামান, মাহফুজুর রহমান সাগর, জলিল তালুকদার, মোঃ কামরুজ্জামান মোল্লা হারুন-উর-রশিদ।

এদিকে নগর ও জেলায় গেল বছর ২২ জানুয়ারি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি। জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে চলছে নানাবিধ সমীকরণ। অনেক পোড় খাওয়া নেতারা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।
২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা যুবলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ কামরুজ্জামান জামাল সভাপতি ও আক্তারুজ্জামান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় ছয় মাস পর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

খুলনা জেলার নয়টি উপজেলা ও ৬৮টি ইউনিয়ন কমিটির মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে। ২০১৫ সালের ১৫ নভেম্বর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল ও আক্তারুজ্জামান বাবু জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হন। এরপর সম্মেলনে মোঃ কামরুজ্জামান জামাল জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আক্তারুজ্জামান বাবু সদস্য নির্বাচিত হন। আক্তারুজ্জামান বাবু বর্তমানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য।

সংগঠনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল বলেন, খুলনা জেলা যুবলীগের সম্মেলনের তারিখ কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন