সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

৬ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের নবম আসর

প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

নাগরিক সংবাদ ডেস্কঃ ঢাকা টেস্ট শেষ, এখন দেশের ক্রিকেটে বইছে বিপিএলের হাওয়া। যত দ্রুত সম্ভব মহড়ায় নামবে দলগুলো, কেননা সময় একেবারে কম। ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর।

শনিবার বিসিবি টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করেছে। সে অনুযায়ী প্রথম দিন দুটি ম্যাচের প্রথমটিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। আর সন্ধ্যা ৭.১৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- এই তিন বিভাগে হবে বিপিএলের ম্যাচগুলো।

ডাবল রাউন্ড রবিন পদ্ধতির পর প্লে অফের লড়াইয়ে নির্ধারণ হবে আসরের চ্যাম্পিয়ন। সাতটি দল অংশ নেবে এ টুর্নামেন্টে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা ছাড়াও থাকছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। প্রতিদিন ম্যাচ হবে দুটি। দুপুরের ম্যাচ ২টায় আর সন্ধ্যার ম্যাচটি ৭টায় শুরু হবে। শুধু শুক্রবার দুপুরের ম্যাচ আড়াইটায় আর সন্ধ্যার ম্যাচ ৭টা ১৫ মিনিটে শুরু হবে।

বিপিএলে এখন পর্যন্ত সফল দল ঢাকা ও কুমিল্লা। দুই দলই তিনবার করে শিরোপা জিতেছে। আসরের প্রথম চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১২ সালের ফাইনালে তারা বরিশাল বার্নার্সকে হারিয়ে ট্রফি জেতে। এর পরের আসরে ঢাকার কাছেই হারে চট্টগ্রাম কিংস। ২০১৫-১৬ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর পর আবার ঢাকা তাদের সিংহাসন পুনরুদ্ধার করে। ২০১৭-১৮ আসরে ঢাকাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় রংপুর রাইডার্স। সর্বশেষ ফরচুন বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন