বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, আগস্ট ১৬, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ একাদশ সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে।
বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।
৩ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করা হবে।
চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।