বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

১০ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ

প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর (রবিবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ওই দিন রাজধানীতে বড় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে হবে সমাবেশটি।

শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গেল বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। ওই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন