সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ নেইমারের দুর্দান্ত গোলে ম্যাচের অতিরিক্ত সময়ে ১-০ গোলের লিড নিয়েছে ব্রাজিল। গোল রক্ষককে কাটিয়ে ম্যাচের ১০৫ মিনিটে গোল করেন তিনি। তাকে গোল করান পাকুয়েতা।
কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে। জিতলে সেমিফাইনাল হারলে বিদায় ল্যাতিন ও ইউরোপের এমন মহারণে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোন দল।
ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচে প্রায় সমান পজিশন নিয়ে খেলেছে। ব্রাজিল গোলের লক্ষ্যে সাতটি শট নিলেও তা ক্রোয়াট গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। অন্যদিকে ক্রোয়েশিয়া গোলে শট নিতে না পারলেও চারটি ভালো সুযোগ তৈরি করেছিল। যা থেকে একটি গোল হওয়ার ভালো সুযোগ ছিল।
ক্রোয়েশিয়ার রক্ষণ মজবুত। অভিজ্ঞ লভরেন রক্ষণে শক্তিশালী, ২০ বছর বয়সী জিভারডিওল বড় বড় ক্লাবের নজরে এসেছেন। ফুলব্যাক জুরানভিক ও সোসা অভিজ্ঞ। সঙ্গে মিডফিল্ডে আছেন ১৬ বছর জাতীয় দলে খেলা লুকা মডরিচ। ৩৮ বছরের তিনি সেরা ফুটবল খেলছেন। মিডফিল্ডে ব্রোজোভিক ও কোভাচিক অভিজ্ঞ এবং বড় ক্লাবে খেলেন।
ব্রাজিল কোচ তিতে আসরে প্রথমবার অপরিবর্তিত একাদশ নিয়ে খেলাচ্ছেন। ইনজুরির কারণে সার্বিয়ার ম্যাচের একাদশ সুইসদের বিপক্ষে খেলাতে পারেননি তিনি। ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন তিতে।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।
ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জোসিপ জুরানোভিচ, ডিজান লভরেন, জোসকো জিভারদিওল, বোর্না সোসা, মাতেও কোভাচিক, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মডরিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মারিও পাসালিক, ইভান পেরিসিচ।