সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনার ঐতিহ্যবাহী শুভেচ্ছা সংগঠনের উদ্যোগে ১০ ডিসেম্বর দিনব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের জন্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেডের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে ৯০ জন রোগীকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। এ ক্যাম্পের মাধ্যমে সানি অপরারেশনের জন্য ১৫ জন শনাক্ত হয়। যাদেরকে স্বল্পমূল্যে অপারেশন করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
১০ ডিসেম্বর সকালে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা সংগঠনের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সামগ্রিকভাবে চক্ষু ক্যাম্পটি পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন শুভেচ্ছা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাওন। সাবেক সভাপতি কাওসার আহমেদ ও শেখ আবুল কালাম আজাদ, সংগঠনের সহ সভাপতি মোঃ মনজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাসান মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মল্লিক মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সী রেজওয়ান ইসতিয়াক রাকিব, ক্রীড়া সম্পাদক শেখ আবেদুল ইসলাম অনিক, নির্বাহী সদস্য মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোবায়ের হোসেন জনি, গাজী আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।