সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার আয়োজনে ক্লাবের নিয়মিত সভা ও চিকিৎসক সংবর্ধনা খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি সামছুল আরেফিন লিয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি রোটাঃ এস এম নজরুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক রোটাঃ মোহাম্মদ আলী সনি, রোটাঃ পিপি. খন্দকার সাজ্জাদুল ইসলাম, রোটাঃ পিপি. আশিষ দে, রোটাঃ পিপি. মোল্লা মারুফ রশিদ, রোটাঃ পিপি সুলতান হোসেন খান, রোটাঃ পিপি. সৈয়দ মোকসুদুল ইসলাম মুকুল, রোটাঃ পিপি. ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ ওয়াকি আহনাফ, রোটাঃ ওবায়দুর রহমান মিশু, রোটাঃ রাসেল দেওয়ান, রোটাঃ তানভীর আরাফাত, রোটাঃ মুহিবুল্লা হাসান প্রমুখ।
পরে রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার হেলথ ফেয়ারে চিকিৎসা সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় পালপ ডেন্টাল হাসপাতালের ডাঃ নাজমুস সাদাত ও ডাঃ ইসরাত জান্নাত এবং জাপান মেডিকেল সেন্টারের ডাঃ জেরিন সুলতানা ও ডাঃ আবিদুর রহমানকে সম্মাননা জানানো হয়।