স্টাফ রিপোর্টারঃ রূপসার ঘাঁটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন নিয়ে দলীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানেনা কমিটির কথা।
জানা যায়, কমিটিতে যে সকল নেতৃবৃন্দরা আসছে তারা অনেকেই কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল না। এমনকি দেশের বাইরে থাকলেও তাদেরকে ও দেওয়া হয়েছে পদ।
কমিটি নিয়ে দলের সিনিয়র নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাতের আঁধারে কাউকে না জানিয়ে এ কমিটি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
সম্মেলন প্রস্তুতি কমিটির বিষয় নিয়ে
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল বলেন, উপজেলা আওয়ামী লীগের কোন মিটিং ছাড়াই এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই কমিটি দেওয়া হয়েছে।
একটি কমিটি ঘোষণা দিতে হলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভা করতে
হয়। তা কখনো করা হয়নি।
সদস্যদের মতামত ছাড়াই নিজেদের মনগড়া এবং পছন্দের লোকদের কমিটিতে আনা হয়েছে।
আহ্বায়ক কমিটির সভাপতি চঞ্চল অধিকারী তাকে কখনোই কোন মিছিল মিটিং অংশগ্রহণ করতে আমরা দেখি নাই। এমনকি তাকে চিনিও না। এছাড়া একজন প্রবাসী আ:জব্বার শেককে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। স্থানীয় সংসদ সদস্য নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচনে বিজয়ী লাভ করেছেন এমনকি তিনিও জানেন না এই কমিটির কথা।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বলেন,আমরা ফেসবুকের মাধ্যমে একটি কমিটি দেখতে পাই।
যা দেখি আমরা হতাশ হয়েছি।
উপজেলা আওয়ামী লীগের কোন মিটিং এই কমিটির বিষয়ে আলোচনা হয়নি।
যেটা সঠিক হয়েছে বলে আমার মনে করি না।
প্রকৃত নেতৃবৃন্দ দিয়েই এই সম্মেলন কমিটি গঠন করার দাবি জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব জানান, ফেসবুকে কমিটি দেখে হতবাক হলাম।
উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকলেও জানিনা এ ধরনের একটা কমিটি গঠন হয়েছে। কিভাবে হলো এটা আমাদের প্রশ্ন।
আহবায়ক যিনি হয়েছেন তাকে কখনোই কোন দলীয় প্রোগ্রামে আমরা দেখি নাই।এছাড়া দেশের প্রবাসে থাকা ব্যক্তি কিভাবে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান এটা আমাদের জানা নাই।
জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম বলেন, আমরা জানিনা এই কমিটির বিষয়। আমাদেরকে না জানিয়ে একটি মনগড়া কমিটি গঠন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল বলেন, ঘাটভোগ ইউনিয়নে যে কমিটির আহবায়ক করা হ য়েছে তাকে কখনো কোন দলীয় প্রোগ্রামে আমি দেখি নাই। এমনকি তাকে চিনিও না। এছাড়া প্রবাসে যিনি থাকেন কিভাবে তাকে যুগ্ম আহবায়ক করা হয় এটাও আমার জানা নাই।