বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ০৪.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সভাপতিত্বে নিরাপত্তা ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, আমাদের বাঙালি সমাজে শারদীয় দুর্গাপূজা উৎসবের তাৎপর্য অনেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে তিনি বলেন “ধর্ম যার যার উৎসব সবার”। পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীতে ১২৭ টি পূজা মণ্ডপ রয়েছে। প্রতিটা পূজা মণ্ডপের নিচ্ছিদ্র নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যরা ডিউটি পালন করবে। পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী পুলিশ এবং নারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বিঘ্নে পূজা উৎসব পালনের লক্ষ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থানা ও ট্রাফিক পুলিশের সহায়তায় চেকপোস্ট বসানো হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দ্যেশে পুলিশ কমিশনার বলেন, যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণকে তিনি পূজা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত মণ্ডপ পরিদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং অফিসার ইনচার্জবৃন্দকে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে অনলাইনে গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার করার নির্দেশনা প্রদান করেন। সবশেষে পুলিশ কমিশনার ডিউটিতে নিয়োজিত পুলিশ এবং আনসার সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোছাঃ তাসলিমা খাতু-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, আনাসার ভিডিপির জেলা কমান্ড্যন্ট, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ ও আনাসার সদস্যবৃন্দ।