বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

যে কোনো মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করতে হবে- সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: সোমবার, মার্চ ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনবিছিন্ন বিএনপি জামায়াত নিশ্চিত পরাজয় জেনে নাশকতা করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে, তাদের এই হীন কর্মকাণ্ড যে কোনো মূল্যে মোকাবেলা করতে হবে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলা বলেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার,খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, গাজিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিষ্ণুপদ সরদার, আড়ংঘাটা থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:আমিরুল ইসলাম, আয়তুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোসাম্মাৎ মারুফা মতিন সহ সাংবাদিকবৃন্দ ও সুধিজন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন