সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ মহান বিজয় দিবসে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা যথাযথ নিয়মে উত্তোলন করতে হবে। বাংলাদেশের জাতীয় পতাকার রং উজ্জ্বল ঘন সবুজের মাঝখানে রক্তবর্ণের ভরাট বৃত্ত। পতাকার সবুজ অংশ তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার বিস্তৃত সবুজ প্রাকৃতিক পরিবেশের প্রতীক। পতাকার রক্ত বর্ণের ভরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। জাতীয় পতাকা হবে আয়তাকার যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬। পতাকার মাঝের লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যরে পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট। দৈর্ঘ্যেেক সমান ১০ ভাগ এবং প্রস্থকে সমান ২ ভাগে ভাগ করে প্রত্যেক ভাগকে একটি ইউনিট ধরতে হবে। পতাকার দৈর্ঘ্যরে ডানদিকে সাড়ে ৫ ইউনিট এবং বাম দিকে সাড়ে ৪ ইউনিট রেখে একটি লম্ব টানতে হবে এবং প্রস্থকে সমান ২ ভাগে ভাগ করে প্রস্থের সমান্তরালে একটি সরলরেখা টানতে হবে। এ দুইটি রেখা পরস্পর যেখানে মিলিত হবে সে বিন্দুই হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু।
ভবনের জন্য জাতীয় পতাকার মাপ: বড়-১০:৬ (দৈর্ঘ্য ৩০৫ সে: মি:, প্রস্থ ১৮৩ সে: মি:), মধ্যম-৫:৩ (দৈর্ঘ্য ১৫২ সে: মি:, প্রস্থ ৯১ সে: মি:) ও ছোট-২.৫:১.৫ (দৈর্ঘ্য ৭৬ সে: মি:, প্রস্থ ৪৬ সে: মি:)। যানবাহনের জন্য জাতীয় পতাকার মাপ: দৈর্ঘ্য ৩৮ সে: মি: , প্রস্থ ২৩ সে: মি: অথবা দৈর্ঘ্য ২৫ সে: মি:, প্রস্থ ১৫ সে: মি:।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক পত্রে মহান বিজয় দিবসে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা যথাযথ নিয়মে উত্তোলন করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।