সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। খুলনা নগরীর গোবরচাকা এলাকায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কাপড়ের রং মিশ্রণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্র্ণ পণ্য বিক্রি করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক পৃথক তদারকিমূলক অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লিফলেট ও প্যামপ্লেট বিতরণ এবং সকলকে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন