সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক দেশের জন্য এখন মডেল। এ জন্য দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরের নীতিনির্ধারকদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ হল রুমে গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের চতুর্থ প্রকাশনা অনুষ্ঠানে এসব বলেন তিনি।

আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এম এ মান্নান বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে। বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। আশা করি আমরা বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের সভাপতি ও ব্যাংকিং অ্যালমানাকের এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‌‘বিদেশি বিনিয়োগকারী এবং দেশি-বিদেশি গবেষণা সংস্থার জন্য ব্যাংকিং অ্যালমানাক একটি তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।’ তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সব শেষ আপডেট তথ্য এখানে পাবেন বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম-নীতি তৈরির কাজটি জবাবদিহির আওতায় আনা দরকার। এ ছাড়া দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে দ্বিধার যে সমস্যা বিরাজ করছে, তা নিরসনে ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের রিয়েল (প্রকৃত) অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘বাজারে অনেক তথ্যই পাওয়া যায় কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘ্ন দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ। ব্যাংকিং অ্যালমানাক সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক ও শিক্ষাবিচিত্রার সম্পাদক আবদার রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ, বিএলএফসি (বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান এবং ব্যাংকিং অ্যালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন