সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২
স্টাফ রিপোর্টারঃ বুয়েটের শিক্ষক হলেন খুলনার ডুমুরিয়ার সুজয় মন্ডল নামে এক মেধাবী ছাত্র। সে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পাতিবুনিয়া গ্রামের অধ্যাপক সুশীল মন্ডলের ছেলে। সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষক হিসেবে বুয়েটে যোগদান করেন।
জানা যায়, সুজয় মন্ডল পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পল্লী শ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভর্তি পরীক্ষায় ৭ম স্থান অর্জনকারী করে সেখানে ভর্তি হয়। লেখা পড়া শেষ করে বুয়েটের শিক্ষক হবার গৌরব অর্জন করেন। সোমবার সকালে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।