সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

নাগরিক সংবাদ ডেস্কঃ উদ্ভূত পরিস্থিতির পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলটির নেতারা কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, তাইফুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ ছিলেন।
বিএনপি নেতারা গত ৭ ডিসেম্বর কার্যালয়ের ভাঙচুর হওয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিংগেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
রোববার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।
এরপর রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় আসেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন