সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর সাথে কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর সাথে সোমবার বেলা পৌনে ১২টায় খুলনা সদর থানাধীন শের-ই-বাংলা রোডের শেখপাড়াস্থ নিজ বাসভবনে কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার কে কেএমপিতে স্বাগত জানান এবং খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল; বাগেরহাট জেলার পুলিশ সুপার কে.এম আরিফুল হক, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন