বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, জুলাই ১৭, ২০২৩
প্রয়াত সেনা মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শীয়ালীডাংগা গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৭ সালে তিনি ইন্তেকাল করেন। বেলায়েত হোসেন এর পরিবার আজ পর্যন্ত তার রেখে যাওয়া শীয়ালীডাংগা মৌজার ১৪২ নং খতিয়ানের জমি ভোগদখল করছে। গ্রামবাসীর মাধ্যমে সম্প্রতি বেলায়েত হোসেন পরিবার জানতে পারে যে পাশের নোয়াইলতলা গ্রামের মো: অহেদ আলী শেখ, পিতা বাদুল্লো মুন্সি এবং তার ছেলে তুহিন শেখ বেলায়েত হোসেন এর জমি নিজেদের নামে নামজারি করে নিচ্ছে। বালিয়াডাংগা তহশিল অফিস সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে জানা যায় যে, আবেদন নং ৪০১২৮৬৩, নামজারি কেস নং ৯৩৩৫/২২-২৩ এ দলিল নং ৩২১৫/০৪ তারিখ ৩১/১২/২০০৪ এর ভিত্তিতে মো: অহেদ আলী শেখ ৫৩ দাগের ৮২ শতক জমি তার নিজের নামে নামজারি করে নিয়েছে। দলিল নং ৩২১৫/০৪ এর মাধ্যমে অহেদ ২০০৪ সালে বেলায়েত হোসেন এর কাছ থেকে এই জমি কেনেন বলে জানা যায়। এদিকে ভূমি রেজিষ্ট্রি অফিসে ৩২১৫/০৪ নং দলিলের এর সার্টিফাইড কপিতে বেলায়েত হোসেন বা অহেদ আলীর কোন নাম পাওয়া যায়নি, উক্ত দলিলের দাতা ফরিদা খাতুন গ্রাম জাবুসা গ্রহীতা মো: জিন্নার আলী শেখ গ্রাম গ্রাম রামভদ্রপুর, জমির পরিমাণ ৯৫ শতক। অর্থাৎ মো: অহেদ আলী শেখ জাল দলিলের মাধ্যমে নিজের নামে বেলায়েত হোসেনের জমি নামজারি করিয়েছে। মুক্তিযোদ্ধার পরিবার এ বিষয়ে প্রচলিত আইনে মামলা করবার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।