সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বই পড়ে আনন্দ পায় খুব কম মানুষ

প্রকাশিত: বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ আমরা বড় বড় মানুষের কথা শুনতে যতটা পছন্দ করি, তাঁদের লেখা বই ততটা পড়তে পছন্দ করি না। আসলে আমরা শুনতে ও বলতে যতটা পছন্দ করি, পড়তে ততটা নয়। গবেষণা বলছে জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই পড়া। কিন্তু বই পড়ার প্রতি মানুষের আগ্রহ অনেক আগে থেকেই কম। বই পড়ে আনন্দ পায় খুব কম মানুষ।
শত শত বছর আগেও সব মানুষ বই পড়ত না। এখনকার মতই। বলা হয় মাত্র ১০% মানুষ বই পড়ে, এবং সফল মানুষদের প্রায় সবাই নিয়মিত বই পড়ে। বই পড়ার অভ্যাস মানুষকে জ্ঞানী এবং মননশীল করে। কেউ একজন বই থেকে যত দূরে সে জ্ঞান অর্জনের প্রক্রিয়া থেকেও তত দূরে।
এখন ডিজিটাল যুগ, বই পড়া ছাড়াও জ্ঞান অর্জনের অনেক মাধ্যম তৈরী হয়েছে। সাফল্যের পথ খুঁজতে তাই অনেকেই বই পড়ার বাইরে এইসব মাধ্যমের উপর নির্ভর করছে। এই মাধ্যমগুলো কার্যকর নয় তা বলব না। অনেক ভাল ভাল প্ল্যাটফর্ম তৈরী হয়েছে এখন। ক্যারিয়ার ম্যানেজমেন্ট, মটিভেশন, মেডিটেশন, লাইফ কোচিং সহ অনেক বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ ডিজিটাল মিডিয়াতে আছে। এছাড়াও আছে ব্যক্তিগত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।
তবে বই না পড়ে শুধুই ডিজিটাল মাধ্যমে, বা ব্যক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে। কেন বলছি কথাটা?
একটি বই আপনাকে কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ তৈরী করে দিবে। বইয়ে বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়। চিন্তা শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে কোন একটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানার দরকার আছে। বই আপনাকে কোন বিষয় সম্পর্কে জ্ঞানের ভিত্তি তৈরীতে কার্যকর ভূমিকা রাখবে।
ডিজিটাল মিডিয়া বা ব্যক্তিগত প্রশিক্ষণ থেকে কোন বিষয়ের অংশ বিশেষ জানা সম্ভব হয়। পরিপূর্ণ জ্ঞান অর্জন এক্ষেত্রে বেশ কঠিন একটি কাজ।
বিষয়বস্তু নির্বাচন করে বই পড়লে অনেকটা পরিপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ হয়। একটি বিষয় ভালভাবে বুঝে, তারপর ডিজিটাল মিডিয়া বা ব্যক্তিগত প্রশিক্ষণের সহযোগিতা নিলে জ্ঞান অর্জনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।সব মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করলে আপনার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।
বলতে চেয়েছি, আপনি শেখার মাধ্যম হিসেবে বই পড়ার বিষয়টিকে সবচেয়ে বেশী গুরুত্ব দিন। বই পড়ার বিষয়কে অবহেলা করবেন না। ভাল ভাল বই পড়ুন এবং ডিজিটাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমকেও কাজে লাগান।
সময় বদলাচ্ছে, আপনি নিজেকেও বদলান। বই পড়ুন, নিয়মিত শিখুন।
মঙ্গলবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় গন গ্রন্থাগার একুশে বইমেলায় ভূমন কাহিনী,মিশন এভারেস্ট বেসক্যাম ও থ্রিলার উপন্যাস অনিমন্ত্রিত অতিথির লেখক ও প্রকাশক এবং কেয়া কসমেটিকসের এম ডি এম মিরাজ হোসেন এবং বৈধব্য ও অবচেতনা উপন্যাসের লেখক ও প্রকাশক আফরোজা খানম তন্দ্রার লেখা বই মানবাধিকার সংগঠক কবি এস এম দেলোয়ার হোসেন ও তাদের ৯৩ ব্যাচ খুলনার বন্ধুদের মাঝে প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন অ্যাড, এস এম মাসুদুর রহমান এপিপি জজ কোর্ট খুলনা, মোঃ তৌহিদুর রহমান মিলন,অ্যাড কামাল হোসেন, মোঃ রিয়াজ,সহ ৯৩ ব্যাচের অদ্য শতাধিক বন্ধু।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন