বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইকের শব্দের মাত্রা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইকের শব্দের মাত্রা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে প্রচারণার জন্য মাইকের শব্দ ৬০ ডেসিবলের নিচে রাখার কথা বলা হয়েছে।

ইসির উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়, নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃতব্য মাইকিং এ শব্দের মানমাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।

এর আগে এক নির্দেশনায় ইসি বলেছিল দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন