বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম শুক্রবার পুলিশ লাইন্স মেস আকস্মিক পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের সঙ্গে একই টেবিলে বসে দুপুরের খাবার খেয়েছেন।
জানা গেছে, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ফোর্সের কল্যাণে এক নিবেদিত প্রাণ। তিনি তার সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মদ্যোগের মাধ্যমেই প্রতিনিয়ত দৃষ্টান্ত স্থাপন করছেন। শুক্রবার পবিত্র জুম্মার নামায শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আকস্মিকভাবে ফোর্সের ডাইনিং হল পরিদর্শন করেন। এ সময় তিনি মেস সদস্যদের সাথে বসে একই খাবার খান এবং মেস ম্যানেজার ও মেসের সদস্যদের সাথে খাবারের মান উন্নয়নে কথা বলেন। এতে ফোর্সের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। খাবারের মেন্যু ও মান নিয়ে পুলিশ কমিশনার মেস ম্যানেজার ও ফোর্সের সাথে কথা বলেন। তিনি কেএমপিতে যোগদানের পর থেকে ফোর্সের কল্যাণ ও খাবারের মান নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় খাবারের মানের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এতে সকল ফোর্স তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
এ সময় কেএমপি’র পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।