সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পাঁচ বছরের শিশুরাও ওমরাহ করতে পারবে

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

নাগরিক সংবাদ ডেস্কঃ ওমরাহ’র জন্য সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ রোববার এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, যারা শারীরিক বা আর্থিকভাবে হজের আচার-অনুষ্ঠানের সামর্থ্য রাখে না, এমন লাখ লাখ মুসলমান প্রতি বছর ওমরাহ পালন করতে সৌদি আরবে ভিড় করেন। তাদের কথা চিন্তা করে এবার ন্যূনতম বয়স পাঁচে নামিয়ে এনেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরাহ’র জন্য অনুমোদিত ন্যূনতম বয়স পাঁচ বছর করা হয়েছে। তবে, বাবা-মা শিশুদের সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারে।
সৌদি আরবের গণমাধ্যম আজেল মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ‘পাঁচ বছরের শিশুদের জন্য ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তবে, তারা যে করোনাভাইরাসে সংক্রমিত নয়, তার প্রমাণপত্র দিতে হবে।’
সৌদি আরব সম্প্রতি সম্প্রতি পবিত্র মক্কা ও মদিনা পরিদর্শন ও লোকদের সুবিধার জন্য ইলেক্ট্রনিক মাধ্যম চালু করেছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ই-ভিসার মাধ্যমে এখন নাগরিকরা ওমরাহ এবং দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য আবেদন করতে পারবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন