শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নিসচা’র খুলনা জেলা কমিটির পরিচয় পত্র বিতরণ

প্রকাশিত: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা শাখা কমিটির পরিচয় পত্র বিতরণ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও নিসচা’র খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক গাজী অহিদুজ্জামান খোকন। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সহ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা’র খুলনা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন তালুকদার সোহাগ, খুলনা জেলা কমিটির সহ সম্পাদক রোটারিয়ান মফিজ আহমেদ মজুমদার, অর্থ সম্পাদক মোঃ আসলাম হোসেন, প্রচার সম্পাদক বনানী আফরোজ, কার্যনির্বাহী সদস্য ভীষ্ম দেব মন্ডল, নিসচার জেলা নেতা গৌতম কুন্ডু, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফিরোজ আলী, মোঃ নাফিজ ইকবাল, ওয়াহিদুল ইসলাম সিদ্দিকী,মোহাম্মদ ফরিদ খান, রাকিব উদ্দিন ফারাজি, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা মহানগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তারা।

বক্তারা খুলনা মহানগরীর ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন