মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদের জামিন আবেদন করেন তাদের আইনজীবী।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করা হয়। আদালত শুনানির জন্য বিকেলে তিনটায় সময় নির্ধারণ করেছেন। এর আগে একই মামলায় তিনবার জামিন আবেদন করা হলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেননি।