সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল নথির যুগে প্রবেশ করল কুয়েট

প্রকাশিত: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ১৩ আগস্ট রবিবার বেলা ৩টায় বাংলাদশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি, দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির  চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন ইউজিসির আইসিটি পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার কুয়েটের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, পিএস টু ভাইস-চ্যান্সেলর শেখ ফিরোজ আহমেদ, সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ রাগীব হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি কুয়েটের সভাকক্ষে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক ও দপ্তর প্রধানগণসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডি-নথি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। ভাইস-চ্যান্সেলরসহ সব পর্যায়ের অনুমোদনকারী ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ফাইল অনুমোদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সময় ও খরচ যেমন কমবে তেমনি কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত হবে। এ ছাড়া প্রশাসন, একাডেমিক ও দাপ্তরিক ক্ষেত্রে কাজে গতিশীলতা আসবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন