সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে। আগামীকালের মধ্যে তা আবার ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং আমাদের একটু বুঝে-শুনে জ্বালানির দাম নির্ধারণ করতে হবে। তবে এখনি দাম কমছে না।
রবিবার (১১ ডিসেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অস্ট্রেলিয়ান সোসাইটি অব এনার্জি অ্যান্ড পাওয়ার (এএসইপি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার (আইসিইপি)’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যার যার নিজের আইন আছে। তারা সে আইন অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে। এখানে সরকারের মনোভাবের কোনও প্রশ্ন আসে না।
সম্প্রতি বিদ্যুতের গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। এ বিষয়ে তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপির কমিশন গঠনের দাবিকে নিছক ‘রাজনৈতিক সমালোচনা’ হিসেবে অভিহিত করেন উপদেষ্টা। তিনি বলেন, কারও কাছে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে দুর্নীতি দমন কমিশনের কাছে সে কাগজপত্র জমা দিতে পারে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মনগড়া মন্তব্য করা হচ্ছে, যা শোভনীয় নয়।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। গত আগস্ট মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। তবে বিশ্ববাজার জ্বালানির দাম এখন কিছুটা কমতে শুরু করেছে। এখন ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারের ঘরে ওঠানামা করছে।