মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ দেশ থেকে পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ পিপিআর টিকা কার্যক্রম আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলায় টিকা প্রয়োগ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে টিকা প্রয়োগ কার্যক্রম চালানো হবে।
আগামী ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ পিপিআর টিকা ওয়ার্ডভিত্তিক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ভলান্টিয়ার ভ্যাক্সিনেট এবং সাথে আরও একজন দক্ষকর্মী দিয়ে মোট দুইজনের টিম দিয়ে পিপিআর টিকা প্রয়োগ চালানো হবে।