বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গাজিরহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে আব্দুস সালাম মূর্শেদী এমপির বিশেষ অনুদান

প্রকাশিত: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সোনাকুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে তিন দিনব্যাপী ১১৯ তম বাৎসরিক মহামেলা ও মহোৎসব অনুষ্ঠান উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর পক্ষ থেকে বিশেষ অনুদান প্রদান করা হয়।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টায় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে সালাম মূর্শেদী এমপির প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুদান প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এমপির প্রতিনিধ হাবিবুর রহমান তারেক, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ হামিম মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, গাজিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স রয়,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সালাউদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা শেখ মোস্তফা, যুবলীগ নেতা শেখ ইমামুল ইসলাম, আজমুজ্জামান লিমন সহ প্রমুখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন