সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, আগস্ট ১৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ দুর্বৃত্তদের হামলায় আহত খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে নেতৃবৃন্দ তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। নেতৃবৃন্দ তাদের স্বাস্থ্যের এবং চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের গুরুতর অবস্থা দেখে নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, মেডিকেল কলেজের ছাত্রদের ওপর এধরণের হামলা ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। যারা মেডিকেলের শিক্ষার্থীদের ওপর এ ধরণের পৈশাচিক হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করার জন্য সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হককে নির্দেশ প্রদান করেন। আর যেন এ ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেজন্য সর্তক থাকারও নির্দেশ দেন।
বুধবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত মেডিকেল শিক্ষার্থীদের দেখতে গিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালালউদ্দিন রুবেল, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দীন-উল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান, উপপরিচালক নিয়াজ মুস্তাফী চৌধুরী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ডা. ইউনুচ আলী খান তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. জিল্লুর রহমান তরুন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাজী জাহিদ হোসেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ, সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী খান, মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।