সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনা জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেলের অভিনন্দন

প্রকাশিত: রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান ও সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবর এর ফটো সাংবাদিক মো. রবিউল গাজী উজ্জলসহ নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ১৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন