বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আবু শাহীনের মৃত্যু, শোক

প্রকাশিত: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদকও বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ খুলনার সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবু শাহীন শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যেয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ——–রাজিউন)।

বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং সাবেক জেলা পিপির মৃত্যুতে আইনজীবী পরিবার গভীরভাবে শোকাহত। বিজ্ঞ আইনজীবীর মৃত্যুতে আগামী ২০ আগস্ট রবিবার সকাল সাড়ে দশটায ফুলকোট রেফারেন্স অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১ টায় শোকসভা অনুষ্ঠিত হবে এবং একই দিনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে দুপুর সাড়ে বারোটায় বঙ্গবন্ধু ভবনের এক নম্বর হলরুমে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। এছাড়া তার মৃত্যু সংবাদে আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন