বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার নবাগত জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি খুলনা প্রেসক্লাবে আসলে তাকে স্বাগত জানান ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটলসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, খুলনা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মর্যাদাধরে রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি এ সময় বলেন, খুলনা প্রেসক্লাবের ক্ষতি কাটিয়ে উঠতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়াও একটি বহুতল ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা করার কথা উল্লেখ করেন তিনি। প্রেসক্লা