বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ বায়তুন নূর জামে মসজিদে তাফসিরুল কুরআন মাহফিল রবিবার অনুষ্ঠিত হয়।
সুদ কেন এত ভয়াবহ,আসেন কুরআন ও হাদীস থেকে জানার চেষ্টা করি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সূদগ্রহীতা, সূদ দাতা, সূদের দলীল লেখক এবং সূদের সাক্ষী সকলের উপর আল্লাহর লা‘নত। আর (পাপের দিক দিয়ে) তারা সকলে সমান।
আল্লাহ তায়ালা বলেছেন
وَ اَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَ حَرَّمَ الرِّبٰوا
আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন (সূরা বাকারা ২৭৫)
সুদ নেয়া বা দেয়া দুটাই হারাম এবং চরম পর্যায়ের ঘৃণিত কাজ।
পবিত্র কুরআন ও হাদীসের মধ্যে সুদ সম্পর্কে বার বার সতর্ক করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেনঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوا الرِّبٰۤوا اَضۡعَافًا مُّضٰعَفَۃً ۪ وَ اتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা আল ইমরান ১৩০)
হাদীস শরীফে এসেছে, হযরত আবূ হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন
الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ
সুদের সত্তরটি স্তর রয়েছে।সবচেয়ে নিম্নটি হল-নিজ মায়ের সাথে ব্যভিচার করা (ইবনে মাজাহ,অধ্যায়ঃ ব্যবসাঃসুদঃ ২২৭৪)
(নাউজুবিল্লাহ)
দয়াময় রব আমাদেরকে এই জঘন্য গুনাহ থেকে নিজ দয়ায় হেফাজত করুন আর আমাদের অন্তরে ঢুকিয়ে দিন সুদের ভয়াবহতা,পরিণতি আর কুফল থেকে বেঁচে থাকার চেষ্টা ও ইচ্ছা।
যে কাজে ইচ্ছার পাশাপাশি আন্তরিক চেষ্টা থাকে তাতে অবশ্যই সফলতা দান করেন আমার রব।
২৫ ফেব্রুয়ারি সোমবার নগরীর সোনাডাঙ্গাস্ত বায়তুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ মনোওয়ার হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ বক্তা ছিলেন দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মুফতি জালাল উদ্দিন, হাফেজ মাওলানা মোঃ আবুল হাসান।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু জাফর গাজীর সভাপতিত্বে এবং বায়তুন নূর মসজিদের যুগ্ম সম্পাদক শেখ ইকবাল হোসেন ও মোসলেমউদ্দিন হাওলাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন, কৃষি ব্যাংকের সাবেক এজিএম আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, আলহাজ্ব মাওলানা মোঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সামছুল ইসলাম কামরুল, সৈয়দ আলমগীর বখত, শেখ মফিজুল ইসলাম।
এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাহফিল সম্পন্ন হল তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিলন, মেহেদী হাসান তৌফিক, মোঃ আল আমিন সরদার, মোঃ জাহাঙ্গীর, হাফেজ ক্বারী আয়াতুল্লাহ, হাফেজ মুহাম্মদ শাহজাহান, মোঃ মুস্তাকিম বিল্লাহ, প্রমুখ।